পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছার চাঁদখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ মে খুলনার সার্কিট হাউজ ময়দানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার বিকালে চাঁদখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য কাজী সাজ্জাদ আহমেদ মানিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহবায়ক মোল্লা ইউনুস আলী, যুগ্ম আহবায়ক শামীম জোয়ার্দার, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আনারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আহমেদ গাজী, যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শংকর গাইন, আব্দুল মজিদ সরদার, চাঁদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম। উপস্থিত ছিলেন লস্কর ইউনিয়নের আহ্বায়ক খানজাহান আলী সদস্য সচিব মাওলাদ হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু মোল্লা, বিএনপি নেতা জিল্লুর রহমান গাইন, টিপু গাজী, আয়ুব আলী, আব্দুর রহিম, মহরম গুরু, বাবুল সরদার,বাবলু রহমান,তানভীর হোসেন তানু, আকরাম হোসেন, মনিরুল ইসলাম, মেহেদী হাসান মতি, আব্দুল্লাহ সরদার, আমিনুল ইসলাম, মেহেদী হাসান,মনিরুল ইসলাম,আব্দুল হাকিম, তৈয়েবুর গাইন, মোঃ হজরত গাজী, মোঃ বাচ্ছু গাইন,জাকারিয়া সানা, জামাল হোসেন, সাইফুল মোল্লা আবুবক্কার,হালিম সানা, রিপন হোসেন বাবু, আল মামুন পাপ্পু,আব্দুল্লাহ, রাশেদ, মাসুদ, ইয়াসিন, শরিফুল ও নাহিদ।