পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে কাজ শুরু করেছেন পাইকগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যার আনন্দ মোহন বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী বিশ^াস। বুধবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুধীজনদের উপস্থিতিতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ^াসের নিকট উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। অনুরূপভাবে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত জনপ্রতিনিধিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা জানান এবং সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ^াস, শাহজাদা মোঃ আবু ইলিয়াস সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।