শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরাতে স্ট্যাটাস বিবেচ্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় এ মাসেই চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা ভারত সীমান্তে উদ্ধার বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নূরনগরে জামায়াত ইসলামীর মতবিনিময় সভা তালায় জলাবদ্ধতায় জমিতে ইরি—বোরো আবাদ অনিশ্চিত ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতা উদ্বোধন সাতক্ষীরায় সিটি কলেজে দুইদিন ব্যাপী পিঠা উৎসব নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর উদ্বোধন আশাশুনি ইউএনও কৃষ্ণা রায়ের সাথে বুধহাটার ভাঙ্গনকুলের জনসাধারণের সাক্ষাৎ

পাইকগাছার নাছিরপুরে পিকআপের ভরেই ভেঙ্গে পড়েছে খালের উপর নির্মিত ব্রীজটি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ খুলনার পাইকগাছার কপিলমুনির নাছিরপুরে মাত্র ২০ বছরে ধ্বসে পড়েছে খালের উপর নির্মিত ব্রীজটি। গত রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাছের পোনাবাহী একটি পিকআপ ব্রীজের উপর উঠলেই হুড়-মুড়িয়ে মাঝ বরাবর ভেঙ্গে পড়ে ব্রীজটি। বিস্তীর্ণ অঞ্চলের প্রায় ৩ কি:মি: দৈর্ঘ্যরে নাছিরপুর খালের দু’পারে বসবাসকারী কয়েক গ্রামের বাসিন্দাদের সার্বিক যোগাযোগের একমাত্র মাধ্যম এই ফুট ব্রীজ। দু’পারের বসবাসকারী ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যাতায়াত করতে ব্রীজটিই একমাত্র ভরসা। খালের এ পারে তালতলা ও পারে গোয়ালবাথান-চিনিমলা এপারে অবস্থিত বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারি কমিউনিটি ক্লিনিক আর ওপারে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত ১০ নং জি.টি.চিনিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। এপারের বাসিন্দাদের চা খেতেও ওপারের দোকানগুলোর আশ্রয় নিতে হয়। এছাড়া লোনা পানি অধ্যুষিত দ্বীপাঞ্চলের রোদে পোড়া বাসিন্দাদের জীবন-জীবিকার বেসাতিতে উপ-শহর কপিলমুনি কিংবা উপজেলা সদর পাইকগাছা পৌছাতে ভর করতে হয় এই ফুটব্রীজে। মাত্র এক রাতেই আজ সব মাধ্যমই যেন ইতিহাস। দুরন্তপনায় ডানা মেলে থাকা শিশুরা এ-পারে দাঁড়িয়ে ও-পারের শিশুদের খেলা করা দেখছে। আজ সোমবার প্রত্যুষে স্কুলে যেতেও পারাপারের জন্য অপেক্ষা করতে হয়েছে পারাপারের জন্য মাধ্যমের। অনেকের আবার পৌছানো হয়নি প্রিয় বিদ্যাপীঠে। এভাবেই কেটেছে ব্রীজ বিহিন প্রথম দিন। ব্রিজের গায়ে সাটা ফলকে জানাগেছে, স্বল্প ব্যায়ে গ্রামীণ সড়কে পূল/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ১৯৯৮-৯৯ অর্থবছরে ৭ লাখ ৮৫ হাজার টাকা ব্যায়ে ২০ মিটার দৈর্ঘ্যরে ফুট ব্রীজটি নির্মাণ করে। ঠিকাদার সৈয়দ মিনার হোসেন কার্যাদেশ পেয়ে ২০০০ সালের ১৫ মে এর নির্মাণ কাজ শেষ করেন। এদিকে ব্রীজটি নির্মাাণের মাত্র ২০ বছরে ভেঙ্গে পড়ায় এর নির্মাণ মান নিয়েও প্রশ্ন উঠেছে। সর্বশেষ এলাকাবাসী খালের উপর পূণ:ব্রীজ নির্মাাণে স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি খুলানা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্জ্ব আক্তারুজ্জামান বাবুর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com