পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পবিত্র মাহে রমজান উপলক্ষে পাইকগাছায় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে ও সোলাদানা ইউনিয়ন পাঠক ফোরামের আয়োজনে ১৩ই রমজান শুক্রবার বিকালে পাইকগাছা ভিলেজ সরকারি প্রাথমিকবিদ্যালয়ের সাইক্লোন সেল্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডাঃ প্রশান্ত কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, বিএমএ এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উলাহ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ শহীদ বলেন, মুক্তিযুদ্ধকে জানা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে বই পড়ার বিকল্প নেই। সে কারণেই মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে সোলাদানা ইউনিয়নে পাঠক ফোরাম গঠন করা হলো। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের পাঠক ফোরাম গঠন করার পাশাপাশি প্রয়োজনীয় বই সরবরাহ করা হবে। সোলাদানা পাঠক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন পাঠাগারের সম্পাদক প্রভাষক মনোরঞ্জন, প্রভাষক মমিন উদ্দিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রভাষক সুনীল কুমার মন্ডল, পাঠক ফোরামের সভাপতি ডাঃ কৃষ্ণপদ মন্ডল। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।