পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছার লতার নড়া -১ বদ্ধ নদীর নেট পাটা ভাংচুর করে ক্ষতিসাধন এবং লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী বুধবার বিকালে লতার রেখামারী বাজারে ক্ষতিসাধন, সংখ্যালঘু অত্যাচার ও নির্যাতন এবং লুটপাটের অভিযোগ এনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন লতা ইউনিয়নের রেখামারী ও হানিরাবাদ এলাকায় ৭৫ একর আয়তনের নড়া -১ বদ্ধ নদী রয়েছে। নদীটি অনেক বছর যাবৎ উম্মুক্ত রয়েছে। নদীর ৯ একর আয়তনের অংশ নদীর দুই পাড়ের ৮৪ পরিবার ২০ বছরের ও অধিক সময় মৎস্য চাষ করার মাধ্যমে ভোগদখল করে আসছে। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর কতিপয় লোকজন বিভিন্ন ভাবে মৎস্য চাষে বাধাগ্রস্ত করে আসছে। অতি সম্প্রতি স্থানীয় বিএনপি নেতা আবু মুছার সাথে নদীর সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা বৈঠক ও করা হয়। নদীর দখল ও কর্তৃত্ব নিয়ে মত বিরোধ দেখা দেয়। এরপর মুছা তার লোকজন নিয়ে মঙ্গলবার নদীর নেট পাটা ভাংচুর ও লুটপাট করে ব্যাপক ক্ষতিসাধন করে বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা। বক্তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য প্রকাশ চন্দ্র বিশ্বাস, শ্যামলী মন্ডল, বিমান মন্ডল, নারায়ণ বিশ্বাস, পরিমল মালী, সুকৃতি রায়, রিতা মন্ডল, ঠাকুর দাশী মন্ডল, মনজু রায় ও রিতা বিশ্বাস।