পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ “পাইকগাছা উপজেলা ৩নং লতা ইউনিয়ন পরিষদের আয়োজনে রবিবার বিকালে আধারমানিক দূর্গা মন্দির চত্বরে ৩নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। লতা ইউপির আ,লীগের সাধারন সম্পাদক মঙ্গল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ জাবেদ ইকবালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য মিসেস রীনা পারভিন, ইউপি সদস্য পুলকেশ রায়, মোঃ আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, প্রধান শিক্ষক অজয় রায়, আওয়ামীলীগ নেতা অনিল সরকার, পবিত্র সরকার, শিবপদ মন্ডল,সন্তোষ মুনি, বিপুল বিশ্বাস, জলিল গাজী, যুবনেতা নিউটন মিস্ত্রি, অরণ্য ঢালী, মিহির মন্ডল, মহিলানেত্রী কাকলী বিশ্বাস, উদ্যোক্তা আলাউদ্দিন সানা, ছাত্রনেতা রাহুল বিশ্বাস, অমৃত লাল সরকার, সুকান্ত সানা সহ উক্ত ওয়ার্ড বাসী ও স্হনীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।