পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছায় গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া হিতামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মধ্যে অপরিকল্পিত ভাবে নতুন ভবন নির্মাণ কাজ শুরু করায় স্থানীয় এমপি সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে উপজেলা প্রকৌশলী নিকট পাঠিয়েছে। জানাযায় বোয়ালিয়া হিতামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন একটি ভবণের বরাদ্দ হয়। কিন্তু ভবন নির্মাণের জায়গা থাকার সত্তেও কর্তৃপক্ষ খেলার মাঠের মধ্যো ভবন নির্মান কাজ প্রাথমিক ভাবে শুরু করে। তাতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার ছেলে মেয়েদের খেলার মাঠটি সংকীর্ণ হবে বলে এলাকাবাসী জানান। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অজিত বিশ্বাস জানান,বোয়ালিয়া হিতামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুইটি ভবণ ছিলো। একটি ভবণ ঝুকিপূর্ণ হওয়ায় সরকার সেটিকে অপসরণ করে। অপসরণকৃত স্থানে ভবনটি নির্মান হলে একদিকে বেঁচে যাবে খেলার মাঠটি। ফসিয়ার রহমান মহিলা মহা বিদ্যালয়ের অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস জানান, সভাপতি ইচ্ছা মত খেলার মাঠের মধ্যো ভবন নির্মাণ করায় খেলার মাঠটি সংকীর্ণ হচ্ছে। আমরা দাবী জানাই মাঠের পশ্চিম পাশে বিদ্যালয়ের জমিতে স্কুলের ভবন নির্মাণ করলে ভবনের সৌন্দর্য বাড়বে অন্যদিকে মাঠটি বেঁচে যাবে। বিদ্যলয়ের সভাপতি পিযুষ সাধু জানান, আমি ব্যক্তিগত ভাবে এই স্থানটি চিহ্নত করিনি। এখানে উপজেলা প্রকৌশলীসহ উর্দ্ধতন নেতৃবৃন্দ স্থানটি নির্বাচন করে।এখানে মাটি পরিক্ষাসহ সকল রকমের পরিক্ষা শেষে স্থানটি নির্ধারণ করা হয়। উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়েছি কর্তৃপক্ষের নিকট আলোচনা সাপেক্ষে বিষয়টি দেখা হবে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, খেলার মাঠ ব্যবহার করে ভবণ নির্মান করা যাবেনা যদি প্রতিষ্ঠানের পার্শে জায়গা থাকে সেখানে ভবন নির্মাণ করা হবে।