শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

পাইকগাছায় উচ্ছে চাষে সফলতার মুখ দেখেছেন নিমাই সানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

মোঃ ফসিয়ার রহমান \ অভাব অনটনে এমনও দিন গেছে পরিবারের সদস্যদের দু’বেলা দু’মুঠো ভাতের যোগান দিতে পারিনি। লেখাপড়া বেশী দুর করতে পারিনি। আমি যখন ইন্টামিডিয়েড পরীক্ষা দিতে গেছি সকালে পরের জমিতে মাদা (কিষেণ) দিয়ে খরচের টাকা জোগাড় করে পাইকগাছায় পরীক্ষা দিতে যেতাম। সংসারের হাল ধরতে চাষাবাদকে পেশা হিসাবে বেছে নেয়। এখন পরিবারে এসেছে আর্থিক স্বচ্ছলতা। এবার কুড়ে ঘরের পরিবর্তে দো’তালা বিল্ডিং নির্মাণ করার আশা আছে। বিদ্যুতের সুবিধা না পেলেও বাড়িতে লাগিয়েছিলাম সৌরবিদ্যুৎ, বর্তমান বিদ্যুৎ। ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ যোগাতে এখন আর চিন্তা করতে হয় না। উচ্ছে চাষে আমার ভাগ্য বদলে দিয়েছে”। হাসি মুখে কথাগুলো বললেন পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের কুমখালী গ্রামের কৃষক নিমাই সানা। তিনি উচ্ছে চাষ করে আজ হয়েছেন সাবলম্বী। সাড়ে ৪ বিঘা জমিতে চাষাবাদ করে প্রতিবছর ১বিঘা জমি কিনে বর্তমানে ১২ বিঘা জমির মালিক। মা-বাবা, স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে নিয়ে সুখের সংসার। এ বছর নিজ সাড়ে ৯ বিঘা জমিতে তিনি উচ্ছে, ২ বিঘা জমিতে ধান, ১০ কাঠায় ডাউল, দেড় বিঘা জমিতে মিষ্টি কুমড়া, ২ বিঘাতে তরমুজ সহ অন্যান্য শক-সবজি চাষাবাদ করেন। রবি মৌসুমে ডায়মন্ড বোল্ডার জাতের উচ্ছে চাষে এ সফলতার মুখ দেখেছেন নিমাই সানা। চাষীর জমি পরিদর্শন কালে এ প্রতিনিধির সাথে আলাপচারিতায় কৃষক নিমাই সানা বলেন, অভাব অনাটনের সংসারে রুটিরুজি জোগাড় করতে যখন দিশেহারা। ঋণে জর্জরিত। সংসারে স্বচ্ছতা আনতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাধক ঢালীর পরামর্শ ও সহযোগিতায় নিজ ১২ বিঘা এবং ৪ বিঘা বর্গা মোট ১৬ বিঘার মধ্যে সাড়ে ৯বিঘা জমিতে উচ্ছে এবং ঢেঁড়স, বীণা স্বাদ ধান, মিষ্টিকুমড়া সহ অন্যান্য সবজি চাষ করেছি। নিজস্ব জমিতে চাষাবাদ করেছেন বিধায় ব্যয়ের তুলনায় অধিক আয় লাভ সম্ভব হচ্ছে কৃষক নিমাই সানার। সারা বছর তিনি কোন না কোন সবজি চাষ করেন। এই সবজি চাষের উপর তার সংসারের ভরণ পোষণ হয়। তিনি বলেন, উচ্ছে বিঘা প্রতি উৎপাদনে ১৩/১৪ হাজার টাকা খরচ হয়েছে। উৎপাদিত ২০ মণ উচ্ছে ৭০/৮০ হাজার টাকা বিক্রায় করেছেন। সপ্তাহে তিনি ৭৫/৮৫ মণ মাল ক্ষেত থেকে বিক্রয় করেছেন। এখন আর তাদের জমির ফসল বিক্রি করতে হাটে যেতে হয় না। পাইকাররা ক্ষেতে এসে টাটকা সবজি কিনে নিয়ে যায়। এ সবজি ৩ হাত বদল হয়ে ভোক্তাদের কাছে পৌঁছায়। রাসায়নিক মুক্ত সম্পূর্ণ জৈব বালাইনাশক ব্যবহার করে আমি সবজি উৎপাদন করি। এতে খরচ কম, লাভ বেশী এবং এই সবজি খেতেও সুস্বাদু। পোকামাকড় দমনে ফেরোমন ফাঁদ সহ আলোর ফাঁদ ও আটা সমৃদ্ধ হলুদ কার্ড ব্যবহার করেছি। সেখানে পোকা বসলে মারা যায়। তিনি আরো বলেন, এবছর বৃষ্টি না হওয়ায় খরার কারণে, জলের অভাবে, প্রত্যাশা মত ফলন পাইনি। না হলে আরো বেশী ফসল উৎপাদন করা যেত। এজন্য তিনি বদ্ধ নদী, খাল খনন, ১৫/১৬শ ফুট ডিপটিউবয়েল বসানোর জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তিনি আরো বলেন, উপজেলা কৃষি সাম্প্রসারণ অধিদফতর যেভাবে আমাকে সাহায্য ও সহযোগীতা করছে তা যদি আগামীতে ও অব্যাহত রাখে তাহলে আমি আমার কৃষি কাজে সাম্প্রসারণ করা সহ নতুন নতুন পদ্ধতিতে ফসল ফলাতে পারবো। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ ও সহযোগিতায় গত বছর উচ্ছে পাশাপাশি তরমুজ ও গ্রীষ্মকালীন টমেটো চাষ করেও আমি ব্যাপক ভাবে লাভবান হয়েছিলাম। এদিকে নিমাই সানার আত্ম কর্মসংস্থান মূলক এই কৃষি কার্যক্রম দেখে এলাকার সাধারণ মানুষ ও অনেক শিক্ষিত বেকার যুবকও এই কৃষি কাজে উদ্বুদ্ধ হচ্ছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাধক ঢালী বলেন, উচ্ছে চাষে বেশি লাভ পাওয়ায় এবং মাটি ও পরিবেশ অনুকূলে থাকায় কৃষকরা উচ্ছে চাষে ঝুঁকে পড়ছেন। লাভজনক এ চাষ সম্প্রসারণ করা হবে। তবে এ বছর বৃষ্টিপাত না হওয়া, জলের অভাবে গাছ ও ফলন কিছুটা ক্ষতি হয়েছে। সবদিক বিবেচনা করে কৃষি বিভাগ মানুষের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার মডেল হিসাবে কুমখালী গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা নিমাই সানা কাজ করে যাচ্ছে। এখানে জৈবিক উপায় ফসল ফলানোর জন্য পোকামাকড় দমনের ক্ষেত্রে ফেরোমন ফাঁদ, ইউলাইস্টেকার ব্যবহার করা হচ্ছে। যেখানে পোকা আকৃষ্ট হয়ে মারা যাবে। ক্ষেতে কোন রাসায়নিক কিটনাশক ব্যবহার করার প্রয়োজন হয় না। সম্পূর্ণ জৈবিক উপায়ে ফসল ফলানো হয়। এতে খরচ কম লাভবান বেশি। আমারা কৃষি বিভাগ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি নিরাপদ এবং নতুন নতুন আইটেমের সবজি উৎপাদনের জন্য। চাষিদের জন্য আমাদের সহযোগিতা ও পরামর্শ সব সময় অব্যাহত আছে, থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com