পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরনেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাসের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা। বিশেষ অতিথি ছিলেন, পার্টনার প্রকল্পের খুলনা অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান কৃষিবিদ আব্দুস সামাদ। উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে কৃষি বিভাগের উর্দ্ধতন ও স্থানীয় কর্মকর্তারা পার্টনার প্রকল্পের আওতাধীন পার্টনার ফিল্ড স্কুল, সার ও কীটনাশকের দোকান, বিভিন্ন নার্সারী ও ব্লকে কৃষি কার্যক্রম পরিদর্শন করেন।