পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ খুলনার পাইকগাছায় এম্বুলেন্সের ধাক্কায় আহত অবঃ বিজিবি’র হাবিলদার আমজেদ সরদার (৭০) মৃত্যু হয়েছে! পুলিশ বলছেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। জানাগেছে, রবিবার বেলা ১১ টার দিকে গদাইপুরের পুরাইকাটির মৃতঃ মাদার সরদারের ছেলে অবঃ বিজিবি’র হাবিলদার আমজাদ সরদার অন্য যাত্রিদের সাথে ভ্যানযোগে গদাইপুর ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ভ্যানটি গদাইপুর ফুটবল মাঠের কাছে পৌঁছে সড়কের সামনের অন্য একটি যাত্রিবাহী ভ্যান ক্রস করে উপরে উঠার চেষ্টা করে। এসময় পিছন থেকে একটি খুলনাগামী এম্বুলেন্স সজোরে ধাক্কা দিলে আমজাদ পিছের রাস্তার উপর ছিটকে পড়েন। এতে তার মাথা ও পায়ে গুরুতর ভাবে জখম হয়। স্থানীয়রা তাকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দু’ছেলে ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবারর কোন অভিযোগ বা মামলা করেনি। এ বিষয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) ইদ্রীসুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু অবঃ বিজিবি কর্মকর্তার পরিবারের অনাপত্তিপত্র পেয়ে আমরা খুলনা সোনাডাঙ্গা থানায় বার্তা প্রেরণ করেছি। তিনি আরোও বলেন, এখন লাশ পোষ্ট মর্টেম হবে? না, পরিবারের কাছে হস্তান্তর করবে সেটা ঐ থানার সিদ্ধান্তের উপর নির্ভর করছে।