পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছা থেকে গাজা গাছসহ চাষীকে আটক করা হয়েছে। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে এস আই মোঃ মনিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স পাইকগাছায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার মধুখালী গাজীবাড়ীর মোঃ মন্টু বিশ্বাস (৪৮) এর বাড়ির আঙ্গীনায় গাঁজা গাছ চাষাবাদ করেছে মর্মে জানতে পারেন। তাৎক্ষণিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মোঃ মন্টু বিশ্বাস (৪৮)এর বাড়ির উঠান থেকে গাছা গাছ উদ্ধার করেন। আটক মন্টু বিশ্বাস মধুখালী গ্রামের-মৃত আকবার বিশ্বাসের ছেলে। মন্টুর স্বীকারোক্তি ও দেখানো মতে তার চাষাবাদকৃত ৩টি গাঁজা গাঁঁছ উদ্ধার করেন ডিবি পুলিশ। উদ্ধারকৃত গাঁজা গাছের ওজন ১কেজি ২শত গ্রাম। এ ঘটনায় পাইকগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার নং- ২১।