মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন

পাইকগাছায় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় কাজিমুছা চ্যাম্পিয়ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০২৩

কপিলমুনি প্রতিনিধি \ পাইকগাছায় গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী ঘোড়া ছুট প্রতিযোগিতা কাজীমুছা মালথ এলাকার ঘোড়া চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় মালথ এলাকাবাসীর উদ্যোগে কাজীমুছা মালথ বিলে এ ঘোড়া ছুট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আড়ম্বর পূর্ণ এ ঘোড়া ছুট প্রতিযোগীতা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ সেখানে একত্রে সমবেত হন।প্রানবন্ত এ আয়োজনে সার্বক্ষণিক উপস্থিত থেকে উৎসুক জনতার সাথে আনন্দ উপভোগ করার পাশাপাশি আয়োজন কমিটিকে সহযোগীতা করেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী জি এম হাবিবুর রহমান। সার্বিক পরিচালনায় ছিলেন, মোমিন সরদার, আবু সাইদ গাজী ও মিন্নাল মোড়ল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবনেতা ও সমাজ সেবক লাভলু গোলদার, সাংবাদিক আলাউদ্দীন রাজা, ইউপি সদস্য আলাউদ্দীন গাজী, মোস্তাফিজুর রহমান, রাজিয়া সুলতানা, বদরুল আলম ও ফারুক হোসেন লাকী প্রমুখ।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com