পাইকগাছা প্রতিনিধি \ খুলনার পাইকগাছায় মন্দিরের পানির মটর চুরির সাথে জড়িত চার চোরকে চোরাইমালসহ পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার মটবাটী গ্রামের সাত্তার সরদারের ছেলে আল আমিন সরদার (২৫),অনিল মন্ডলের ছেলে অলোক মন্ডল(৩৫),আব্দুল গাজীর ছেলে মফিজুল গাজী(৩০) ও গোপালপুর গ্রামের কামরুল সরদারের ছেলে সাকিব সরদার(২০)। রোববার রাতের কোন এক সময় গদাইপুর মন্দির থেকে পানির পাম্প মেশিন (মটর) চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ হলে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে প্রথমে আল- আমিন সরদারকে পরে অন্যদেরকে গ্রপ্তার এবং উদ্ধার করা হয় মন্দির থেকে চরি হওয়া পানির মটর। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান,একদিন যেতে না যেতে চুরি হওয় মটরসহ ৪ চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।