পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ ৬ষ্ঠ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিনে উপজেলার আগড়ঘাটা বাজারে পালকি প্রতীকের গণসংযোগ ও মতবিনিময় করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু। তিনি কর্মী সমর্থকদের সাথে নিয়ে শুক্রবার বিকেলে উপজেলার আগড়ঘাটা বাজারে গণসংযোগ ও মতবিনিময় করেন। এসময় তিনি এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করার জন্য ৯ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে পালকি প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল, আওয়ামী লীগ নেতা গৌতম ঘোষ, দীপক কুমার, অলকেশ ঢালী, কিরণ চন্দ্র ঢালী, সবুজ মোড়ল, রাবু ইসলাম দীপু, ইনছার আলী গাজী, মোস্তাক আহমেদ, রহমত মোড়ল, সাইফুল্লাহ মোড়ল, ও ইকবাল হোসেন।