বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক সহ আহত ৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছায় প্রতিপক্ষদের হামলায় উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক সহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁদখালী বাজারস্থ গরুর হাট এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেছেন মৎস্যজীবি দলের নেতা মনিরুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে হামলার এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চাঁদখালীর কালিদাস পুর গ্রামের মৃত রমজান সরদারের ছেলে ও উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (৩৫) অভিযোগ করে বলেন একই এলাকার মৃত আসমত সরদারের ছেলে ইউনিয়ন আওয়ামী নেতা মুছাল সরদার (৪৮) ও হামিদ সরদারের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা হাফিজুল সরদার (৩০) সহ প্রতিপক্ষদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমার বিরোধ চলে আসছে। বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষরা ঘটনার দিন সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে চাঁদখালী বাজারস্থ গরুর হাট সংলগ্ন রাস্তায় আমাদের উপর হামলা করে। প্রতিপক্ষরা বেদম মারপিট ও কুপিয়ে আমাদের জখম করে। হামলায় আমি মনিরুল ইসলাম, সালাম সরদারের ছেলে কবিরুল ইসলাম (৩০), মৃত নজরুল ইসলামের ছেলে হুমায়ুন কবির (৩২) ও মুকুল সরদারের ছেলে সাকিব সরদার (২৬) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কবিরুল, হুমায়ুন ও সাকিব কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে হুমায়ুনের শরীরের বিভিন্ন স্থানে ২১ টি সেলাই করা লাগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মনিরুল ইসলাম বাদি হয়ে মুছাল ও সাইফুল সহ প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে থানার ওসি সবজেল হোসেন জানিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com