মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

পাইকগাছা প্রতিনিধি \ পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের লতা ইউনিয়ন পর্যায়ে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে লতা ইউনিয়নের বিজিপি শামুকপোতা সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে মুনকি অমর কানন সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বিজিপি শামুকপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ও বঙ্গমাতা কাপে টাইব্রেকারে হাঁড়িয়া খাসমোহল ২-০ গোলে হানি মুনকিয়া বাইনচাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি নির্মল বৈদ্য, সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র মন্ডল,আওয়ামী লীগ নেতা কালিপদ বিশ্বাস, মদন মোহন মন্ডল, আজিজ সরদার, মতলেব সানা, সদানন্দ মন্ডল,হাসান সরদার, শিক্ষক অজয় রায়, লক্ষণ চন্দ্র মন্ডল,আশিষ রায়, নাজিরা আক্তার, ইউপি সদস্য পুলেকেশ রায়, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, বিনতা বিশ্বাস, যুবনেতা মৃগাঙ্ক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিদ্যুৎ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক পলাশ বাছাড়, মহিলা আওয়ামী লীগ কাকলী মন্ডল,রাধিকা গোলদার, পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমৃত সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com