পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ “খুলনার পাইকগাছা পৌর সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এ আদালত পরিচালনা করেন। এসময় শিববাটী ব্রীজে টোল আদায়ে নির্ধারিত মূল্য তালিকা না থাকায় দু-হাজার টাকা ও তরমুজ বিক্রয়ে অনিয়মের দায়ে এক ব্যবসায়ীকে ৫’শ টাকা সহ সর্বোমোট আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রসঙ্গত, এসময় উপজেলার সকল বাজারের ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের নির্ধারিত তালিকা স্ব স্ব প্রতিষ্ঠানে টানানোর জন্য নির্দেশনা দেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।