পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছার ঐতিহ্যবাহী জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান সমিতির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। শপথ নেন নবনির্বাচিত সভাপতি জিএম শুকুরুজ্জামান, সহ-সভাপতি সোহেল রাশেদ জনি, সম্পাদক আলহাজ¦ শেখ ফজলুর রহমান, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, পরিচালক এসএম হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ, সেলিম শাহারিয়া, হারুন অর রশিদ, গাজী আশরাফুল ইসলাম রাবু, ইউসুফ আলী সরদার, রিমন শেখ ও নূরু গাজী। শপথ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু ও সম্পাদক ইলিয়াস হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, বিদায়ী কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় সরদার, জগদীশ চন্দ্র রায়, ইঞ্জিনিয়ার মারুফ বিলাহ সহ সমিতির সদস্য ও ব্যবসায়ীবৃন্দ।