পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছার খাদ্যগুদামে মজুদকৃত চালের গুণগত মান যাচাই করেছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। জেলা প্রশাসকের নির্দেশনায় ইউএনও মমতাজ বেগম মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্যগুদামে মজুদকৃত চালের গুণগত মান দৈবচয়ন পদ্ধতিতে “বি নির্দেশমত” যাচাই করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, গুদাম কর্মকর্তা শিবুপদ ঘোষ, আল-আমিন, রেশমা খাতুন ও শাহিদুজ্জামান। উলেখ্য পরিদর্শন কালে সরকারি ভাবে অত্র গুদামে ৭০৩.৭২৪ মেট্রিক টন(১৭হাজার ১৭৯বস্তা) চাল মজুদ ছিল। যার মধ্যে ফলিত বোরো ৩০১.৬০০ মেট্রিক টন, বোরো সংগ্রহ ১৫৯.৬৯০ মেট্রিক টন, আমদানী ১৫০.১৭৬ মেট্রিক টন ও আতপ ৯২.২৫৮ মেট্রিক টন।