কপিলমুনি প্রতিনিধি \ পাইকগাছা উপজেলার ১০ ইউপি ও ১ টি পৌরসভা মিলে ১৭,৯৩২ জন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা এবার তেল, চিনি ও ডালের সঙ্গে পাচ্ছেন জনপ্রতি ৫ কেজি করে চাউল। রবিবার (১৬ জুলাই) থেকে টিসিবির এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল উপজেলার ইউনিয়ন পর্যায়ে টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা এ সুবিধার আওয়াতায় আসবে। রবিবার এই কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্রমতে এসব তথ্য জানা গেছে। পাশাপাশি এবার ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল দেওয়া হবে। দেশব্যাপী এ কার্যক্রম টিসিবির ডিলারদের কাছ থেকে নির্ধারিত দিন ও তারিখে বিতরণ করা হবে। টিসিবি সূত্রে আরও জানাগেছে, আগে প্রতি কেজি মসুর ডালের দাম ছিল ৭০ টাকা। বর্তমানে কেজি প্রতি ১০ টাকা কমিয়ে ৬০ টাকা করা হয়েছে। একজন কার্ডধারী ২০০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, ১২০ টাকায় দুই কেজি মসুর ডাল, ৭০ টাকায় এক কেজি চিনি ও ১৫০ টাকায় ৫ কেজি চাল কিনতে পারবেন। সাশ্রয়ী মূল্যে এসব পণ্য কিনতে পারায় নিম্ন আয়ের মানুষের সুবিধা হবে বলে জানিয়েছেন সুবিধাভোগীরা। উল্লেখ্য, দেশের নিম্ন আয়ের মানুষের এক কোটি পরিবারের মধ্যে টিসিবির মাধ্যমে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করে আসছে সরকার। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পর শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে সারা বিশ্বে নিত্যপণ্যের পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। বেড়ে যায় ডলারের দামও। ফলে দেশের ব্যাংকগুলোতে ডলারের সংকট দেখা দেয়। এতে পণ্য আমদানিতে ভোগান্তিতে পড়েন দেশের আমদানিকারকরা। এ অবস্থায় দেশের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সহযোগিতার জন্য এক কোটি পরিবারের মধ্যে স্বল্পমূল্যের পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার।