বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাইড্রোজেন ও অ্যামেনিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন হবে -প্রধানমন্ত্রী পাইকগাছায় টানা বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের শ্যামনগরে বাঘ বিধবাদের নিয়ে সামাজিক সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত কয়রায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহসিন রেজাকে আনুষ্ঠানিক বরণ খুলনায় বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ সাতক্ষীরায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি করে গাছ লাগাতে হবে নির্বাহী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদ মহামান্য হাইকোর্টের সাময়িক বরখাস্তের আদেশ অমান্য করে পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে এক সৈনিকের করুন মৃত্যু

পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাসকে বরণ করে নিতে হাজারো জনতার ঢল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

কপিলমুনি প্রতিনিধি ॥ ৯ জুন’২৪ অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাসকে বরণ করে নিতে পাইকগাছার সীমান্তবর্তী কাশিমনগর শাপলা চত্বরে হাজারো জনতার ঢল নামে। সোমবার শপথ গ্রহণ পরবর্তী পাইকগাছায় আগমনে তার সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শুভাকাঙ্খীসহ পাইকগাছা উপজেলার কয়েক শত আমজনতা বিকাল ৩ টা থেকে কাশিমনগর শাপলা চত্বরে একে একে জড়ো হতে থাকে। একপর্যায়ে সে খুলনা থেকে রওনা হয়ে অত্র উপজেলার প্রবেশদ্বার পাইকগাছা-তালা সীমান্তবর্তী কাশিমনগর শাপলা চত্বরে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর যাত্রাপথে পথিমধ্যে কপিলমুনি পীর জাফর আওলীয়া মাজার ও কপিলমুনি কালী মন্দিরে প্রার্থনা শেষে আবার পাইকগাছার উদ্দেশ্য রওনা হন চেয়ারম্যান সহ তাকে বরণকারী নেতৃবৃন্দ। এরই মধ্যে সংক্ষিপ্ত এক পথসভায় পাইকগাছা উপজেলার সকল জনসাধারণে উদ্দেশ্য চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস বলেন, আজ আপনাদের মাধ্যমে আমার এ অর্জন আমি পাইকগাছা উপজেলাবাসীর মাঝে অর্পন করলাম। আমার দপ্তর আপনাদের জন্য সব সময় উন্মক্ত থাকবে। যখন তখন যে কেও আমার অফিসে সরাসরি আসবেন। আপনাদের সুখ দুঃখের কথা বলবেন। আমি আপনাদের মাঝে শুধু একজন উপজেলা পরিষদের চেযারম্যান হিসেবে নয়। আপনাদের বন্ধু হয়ে থাকতে চাই। আপনাদের সকলের সহযোগীতায় পাইকগাছা উপজেলা হবে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত সুবজ শ্যামলে সম্মৃদ্ধ র্স্মাট উপজেলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com