কপিলমুনি প্রতিনিধি ॥ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে কপিলমুনি বাজারের চা বিক্রেতা বাসুদেব দাশ চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাসের প্রতিচ্ছবি সম্বলিত একটি লিফলেট বুকে ধারণ করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সোমবার (২০ মে) সকালে কপিলমুনি বাজারের পালহাটা রোডে গিয়ে এমন চিত্র দেখাগেছে। এদিকে তার দোকানের পাশে রবি আর্ট সেন্টারে চলছে চিংড়ী প্রতীকের উপর রবি শিল্পীর হাতের নিপুণ কারুকার্যের রং তুলির আচঁড়। একই সাথে সেখানে আগত চা ও রুচিসম্মত সিংড়া রসিক ভোজনরা এমন চিত্র দেখে দোকানদার সহ প্রার্থীর প্রশংসা করছেন। আবার অনেকে কৌতূহল বশত আনন্দ মোহন বিশ্বাসের চিংড়ী প্রতীকের ব্যাতিক্রমী প্রচারণার বিষয়টিকে অনুধাবন করে সাধুবাদ জানাচ্ছেন তাকে। পাশাপাশি প্রার্থীর সততা, ন্যায়নিষ্ঠা ও তার আদর্শিত মনোভাবের বিষয়টি ও মানুষের মনে প্ররশস্ফুটিত হচ্ছে। ব্যাক্তি হিসেবে প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস একজন স্বচ্ছ ক্লিলিন ইমেজের রাজনৈতিক ব্যাক্তি। পাইকগাছা উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মীয় উপাসানালয়ের গুরুত্বপূর্ণ পদে অশিন রয়েছেন তিনি। তার ৩৬ বছরের রাজনৈতিক জীবন ও ২৫ বছরের ব্যবসায়িক জীবনে কোন কালিমা লাগেনি তার গায়ে। এব্যাপারে প্রচারণার ব্যাতিক্রমী উদ্যোক্তা চা দোকানী বাসুদেব দাশ বলেন, আমি ৩২ বছর ধরে কপিলমুনি বাজারে দোকানদারী করছি। আমি ব্যাক্তি আনন্দ মোহনকে চিনি। তার মত স্বচ্ছ মানুষ আজ কাল সমাজে বড় অভাব। কপিলমুনিসহ পাইকগাছা উপজেলা জুড়ে তার পদচারণা রয়েছে। তিনি একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ বটে। আমি মনে করি দলমত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষের সাথে তার নিবীড় সম্পর্ক রয়েছে। সে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক মুক্ত সবুজ শ্যামল একটি উপজেলা গঠিত হবে। পথ হারাবেনা পাইকগাছা উপজেলাবাসী।