পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর অবান্তর ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে পাইকগাছা উপজেলা ও পৌরসভা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ জুলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু। আফরোজা পারভিনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গদাইপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ইউপি সদস্য খুকু মনি। এ সময় আরোও বক্তব্য রাখেন সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজমা কামাল, নিবেদিতা, কপিলমুনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেশমা,শরিফা,পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনা রানী মন্ডল, শাহিদা ,রিংকু,জবা,মিলি,পারভিন, কাকলি, শেফালী,মীরা সহ উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।