পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছা উপজেলা মৎস্য সহ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রোজেক্ট কম্পোনেট-৩ প্রকল্পের আওতায় মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ সভার আয়োজন করে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ^াস, কৃষি অফিসার কৃষিবিদ অসিম কুমার দাস, ওসি (তদন্ত) রঞ্জন কুমার গাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, নৌ-পুলিশের এসআই জাহিদ হোসেন। বক্তব্য রাখেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওসার হোসেন আকন, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও এসডিএফ কর্মকর্তা নাসিম আনসারী।