কপিলমুনি প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় নির্বাচনে পাইকগাছা-কয়রা আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়ল শামুকপোতা যঞ্জভূমি পরিদর্শন করেছেন। শনিবার সন্ধ্যা ৭ টায় অত্র উপজেলার বাংলাদেশ আওয়ামীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি এ যঞ্জভূমি পরিদর্শন করেন। পাশাপাশি সেখানে আগত কৃষ্ণ ভক্ত পিয়াষুদের সাথে মতবিনিময় করেন। এসময় তার সফরসঙ্গী ও যঞ্জভূমিতে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপু, যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, লস্কর ইউপি চেয়ারম্যান তুহিন কাগুজী, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, হিমেশ মন্ডল, সাবেক উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, নির্মল চন্দ্র বৈদ্য, সাংবাদিক ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, সাংবাদিক প্রবীর জয়, মঙ্গল মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, গোলক বিহারী মন্ডল, ভূধর চন্দ্র মন্ডল, প্রকাশ চন্দ্র সরকার টুকু, অমেলেন্দু তরফদার, সোহরাব হাওলাদার, মতলেব সানা, সদানন্দ মন্ডল, কুমারেশ মন্ডল, ফেরদৌস ঢালী, আজিজুল বিশ্বাস, কালীপদ বিশ্বাস, ময়না বেগম, বিনোতা বিশ্বাস, রিনা পারভীন, কুমারেশ সরকার, স্বপন মন্ডল বাবু, প্রাণকৃষ্ণ মন্ডল, আজিজ সরদার, হিরামন মন্ডল, পুলোকেশ রায়, খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, মৃণাল বাছাড়, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, আব্দুল গফফার খাঁ, ইমদাদুল জোয়ার্দ্দার, শাহীন কাগুজী, তৈয়বুর রহমান, মধুসূদন হালদার, পলাশ বাছাড়, আনিস, হাকিম, সীমান্ত রায়, আমিরুল, আলমগীর ও আকাশ প্রমুখ।