পাইকগাছা প্রতিনিধি \ পাইকগাছায় যাত্রীবেশে চালককে অজ্ঞান করে ইজিবাইক চুরির ঘটনায় পুলিশ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে চোরাই গাড়ী উদ্ধার করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানায় দায়ের করা মামলা সুত্রে জানা গেছে, চলতি ৯ আগস্ট সঙ্গবদ্ধ চোররা ইজিবাইক চালক কয়রা উপজেলার অর্জুনপুরের মোঃ নূর ইসলাম গোলদারকে অজ্ঞান অবস্থায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র বারান্দায় রেখে হাসপাতাল ফটকের সামনে থেকে ইজিবাইক চুরি করে নিয়ে যায়। সুত্র বলছে, আন্তঃজেলা চোররা যাত্রীবেশে গাড়িতে উঠে কথোপকথনের এক পর্যায়ে চালককে প্রান জুসে’র সাথে চেতনা নাশক মিশিয়ে তা পান করিয়ে এ ঘটনা ঘটায়। বিপদগ্রস্থ চালক নুর ইসলাম গোলদার থানা পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ও পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ টিম অভিযান চালিয়ে খুলনার ডুমুরিয়ার ওয়াপদার মাথা হতে ইউসুফ আলীর ছেলে এ চক্রের হোতা মোঃ আনোয়ার, সোনাডাঙ্গা হতে আক্কাস আলীর ছেলে মোঃ আলামিন ও ইউসুফ ঢালীর ছেলে মোঃ আসাদুল ওরফে বাঁধন ও কয়রা সদর হতে আঃ অহেদ মোল্লার ছেলে আঃ সালামকে গ্রেফতার করে। পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই অমিত কুমার দেবনাথ আন্তঃজেলা চোরদের স্বীকারোক্তি মতে আনোয়ার ও বাঁধনের হেফাজত থেকে চোরাই দুটি ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালক নুর ইসলাম গোলদার বাদী হযে ১৭ আগস্ট পাইকগাছা থানায় মামলা করেছেন, যার নং-২৩। এ বিষয়ে ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, আন্তঃজেলা সঙ্গবদ্ধ গাড়ী চোররা পরিকল্পিত ভাবে প্রান জুসে’চেতনা নাশক মিশিয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক চুরি করে নিয়ে যায়। তিনি আরোও জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এ চক্রের সাথে জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।