বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার পাইকাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ৩মার্চ রবিবার বিকাল ৩টায় মিডা- ম্যানপাওয়ার এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে বিন্দু নারী সংগঠনের আর্থিক সহযোগিতায় নারী ও প্রতিবন্ধিবান্ধব শৌচাগার স্থাপনে ম্যানেজিং কমিটি ও নীতি-নির্ধারকদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বানু মোছাঃ তহুরুন নেছার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাশ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ আব্দুল কাদের, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আলাউল ইসলাম, বিটিজিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শওকাত আলী, ইয়ুথ মোবিলাইজার দেবব্রত গাইনসহ ম্যানেজিং কমিটির সদস্য ও নীতি-নির্ধারক ৩০জনসহ সামাজিক উদ্যোগ পরিকল্পনা প্রনয়ণকারী দলের সদস্য ৫জন ইয়ুথ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, আশ্রয়ের নির্বাহী পরিচালক, সরদার গিয়াস উদ্দীন।