আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন পাইথালী মিলন মহল যুব সংঘের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিলন মহল যুব সংঘের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জিয়াদুল ইসলাম জিয়াদ। সহ-সভাপতি এড. জাকারিয়া আহমদের সঞ্চালনায় এসময় প্রধান উপদেষ্টা এমডি ফিরোজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, মামুন গাজী, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ পিন্টু কুমার দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এরশাদ আলী নয়ন, পাইথালী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক, ক্লাবের অন্যতম সদস্য রফিকুল ইসলাম (রফি)সহ ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্বেচ্ছাসেবি সংগঠন মিলন মহল যুব সংঘের আগামির কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের পরিকল্পনার সিদ্ধান্ত গৃহিত হয়।