স্পোর্টস ডেস্ক ॥ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আট ম্যাচের সবগুলিই জিতল ভারত। ‘আমাদের জন্য নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ এটি’- ম্যাচের আগের দিন বলেছিলেন বাবর আজম। সেই সুযোগ তারা কাজে লাগাতে পারলেন কোথায়! ব্যাটিংয়ে ভালো ভিত পেয়েও নাটকীয় ধসে অল্পেই গুটিয়ে গেল পাকিস্তান। বোলারদের দারুণ নৈপুণ্যের পর রোহিত শর্মার বিস্ফোরক ইনিংসে বড় জয় পেল ভারত। বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে লড়াই জমাতেই পারল না পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখের বেশি দর্শকের উপস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৭ উইকেটে হারাল ভারত। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের একটি জয়ের অপেক্ষা বাড়ল আরও। দুই দলের মুখোমুখি আট ম্যাচের সবগুলিই জিতল ভারত। চলতি আসরে নিজেদের প্রথম তিন ম্যাচেই জিতল ভারত। দুই জয়ের পর প্রথম হারের স্বাদ পেল পাকিস্তান। ৩০তম ওভারে ২ উইকেটে ১৫৫ রানের শক্ত অবস্থানে থেকে তিনশ রানের পুঁজির দিকে চোখ রাখছিল পাকিস্তান। সেখান থেকে পথ হারিয়ে তারা গুটিয়ে যায় ১৯১ রানে। শেষ ৮ উইকেট হারায় স্রেফ ৩৬ রানে। সেই লক্ষ্য ভারত ছুঁয়ে ফেলে ১১৭ বল হাতে রেখেই। ৬৩ বলে ৬টি করে চার ও ছক্কায় ৮৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রোহিত। ৬২ বলে ৫৩ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন শ্রেয়াস আইয়ার। ম্যাচের সেরা যদিও জাসপ্রিত বুমরাহ। ৭ ওভারে ১৯ রানে এই পেসার নেন ২ উইকেট। দুটি করে শিকার ধরেন হার্দিক পান্ডিয়া, কুলদিপ ইয়াদাভ, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজও।