বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

পাকিস্তানকে সেমিতে দেখছেন না কামরান!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আজ। শিরোপার লড়াইয়ে নামছে আট দল। দলগুলোকে নিয়ে চলছে নানান ভবিষ্যতবাণী। সে আলোচনায় যোগ দিয়ে বিস্ময়কর মন্তব্য করলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল। সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায় নিজের দেশকেই রাখেননি তিনি। সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেব কামরান আকমল। নিজের দেশকে এই কাতারে রাখেননি তিনি। তার মতে, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাই খেলবে এবারের সেমিফাইনাল। সেমিফাইনালিস্ট বেছে নেওয়ার ব্যাপারে কামরান বলেন, ‘আমাদের দল আরো ভাল হতে পারতো। আমি মনে করি, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলবে। অস্ট্রেলিয়ার পাঁচজন খেলোয়াড় চোটে, তাই তাদেরকে রাখিনি।’ পাকিস্তানের স্কোয়াড নিয়ে হতাশ কামরান বলেন, ‘এই ধরনের দল বেছে নেওয়ার পেছনের চিন্তাভাবনা আমার জানা নেই। চেয়ারম্যান খুব বেশি ক্রিকেট খেলেননি; হয়তো তিনি বিষয়গুলো বোঝেন না, তাই তিনি এমন একটি দলের জন্য তার অনুমোদন দিয়েছেন। ভারত স্পষ্টতই ফেভারিট বলে মনে হচ্ছে; তারা ফাইনাল খেলার যোগ্য। কিন্তু পাকিস্তান সম্পর্কে আমি একই কথা বলতে পারি না। যদি তারা সেমিফাইনালে ওঠে, তাহলে আমি এটিকে একটি বড় অর্জন বলে মনে করব।’ নিজের এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন কামরান। পাকিস্তানের স্কোয়াডে ব্যাটিং—বোলিংয়ে বিভিন্ন সমস্যা দেখছেন তিনি। কামরান আকমল বলেন, ‘আমাদের দলে অনেক সমস্যা রয়েছে। বোলাররা ছন্দে নেই। স্পিনার নেই। ওপেনারদের অবস্থাও তথৈবচ। নির্বাচক ও অধিনায়কদের চিন্তাভাবনা কী, আমার জানা নেই।’ ভারত—পাকিস্তান ম্যাচ নিয়েও কথা বলেছেন কামরান। ক্রিকেট বিশে^র বহুল প্রতীক্ষিত এই ম্যাচ নিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ভারত ও পাকিস্তান অত্যন্ত সূক্ষ্ম বিষয়। যা হয়, তা সর্বোচ্চ পর্যায় থেকেই হয়। ২০০৪ এবং ২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। ২০০৮ সালের এশিয়া কাপেও ভারত এসেছিল পাকিস্তানে। কিন্তু আমার—আপনার মতো মানুষ দুঃখ পাচ্ছি এই ভেবে যে কোনও দেশই তাদের দেশে গিয়ে খেলছে না। আমরা বহুবার ভারতের মাটিতে গিয়েও খেলেছি। তবে ভারত পাকিস্তানে গিয়ে এবং পাকিস্তান ভারতে গিয়ে খেলুক, এটা স্বপ্নের মতো ব্যাপার।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com