ফএনএস স্পোর্টস: দারুণ বোলিংয়ে পাকিস্তানকে অল্পতে আটকে রাখলেন রোহানাত দৌল্লাহ, ইকবাল হাসানরা। ছোট লক্ষ্যে আগ্রাসী ব্যাটিং করলেন আদিল বিন সিদ্দিক, জিসান আলম, শিহাব জেমসরা। অনায়াস জয়ে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃতীয় যুব ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের যুবাদের করা ১৫৪ রান ১৪৪ বল হাতে রেখে টপকে গেছে স্বাগতিকরা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতেছিল সফরকারীরা। দারুণ বোলিংয়ে ৮ ওভারে ৪ মেডেনে ¯্রফে ২০ রানে ৩ উইকেট নেন রোহানাত। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। আরেক পেসার ইকবাল হাসান ৩৭ রানে ধরেন ৩ শিকার। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই দুই ওপেনারের উইকেট তুলে নেয় বাংলাদেশ। চতুর্থ ওভারে রোহানাতের বাউন্সারে পুল করতে গিয়ে কট বিহাইন্ড হন শাহজাইব খান। পরের ওভারে ইকবালের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে গালিতে ক্যাচ দেন আগের দুই ম্যাচে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলা আযান আওয়াইস। শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ তৈয়ব আরিফ ও শামিল হাসান। তবে বেশি দূর যেতে পারেননি তারা। দুজনই করেন ১৭ রান। এরপর হামজা নাওয়াজও অল্পতে ফিরে গেলে ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। ষষ্ঠ উইকেট জুটিতে ৪৩ রান যোগ করেন মির্জা সাদ বেগ ও আরাফাত আহমেদ। ওয়াসি সিদ্দিকির বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন সাদ। ৪২ বলে ৩৫ রান করেন পাকিস্তান অধিনায়ক। আরেক থিতু ব্যাটসম্যান আরাফাতকে (৫০ বলে ২৮) ফেরান জিসান। আলি আসফান্দের ২৭ রানের অপরাজিত ইনিংসে দেড়শ ছাড়ায় পাকিস্তান। শেষ স্পেলে আমির হাসান ও সাজ্জাদ আলিকে ফিরিয়ে লেজ মুড়িয়ে দেন রোহানাত। উইকেটের পেছনে পাঁচটি ক্যাচ নেন আদিল। যুব ওয়ানডেতে এক ম্যাচে ৫ ক্যাচ নেওয়া দ্বিতীয় বাংলাদেশি তিনি। ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন আকবর আলি। রান তাড়ায় দারুণ শুরু করেন দুই ওপেনার আদিল ও মাজহারুল ইসলাম। ৮ ওভারেই ৫০ রান করে ফেলে বাংলাদেশ। একের পর এক বাউন্ডারিতে পাকিস্তানের বোলারদের দিশেহারা করে তোলেন আদিল। পাওয়ার প্লের শেষ ওভারে তাকে থামান আইমাল খান। ৮ চারে ৩৪ বলে করেন ৩৬ রান। পরের ওভারে একই পথ ধরেন আরেক ওপেনার মাজহারুল। ৪ চারে ২৫ বলে ২১ রান করেন তিনি। তিন নম্বরে নামা জিসান আলম রানের চাকা সচল রাখেন। তার সঙ্গে মিলে দারুণ ব্যাটিং করেন আরিফুল ইসলাম। দুজনই খেলেছেন চলতি ঢাকা প্রিমিয়ার লিগে। লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে ওপেনিংয়ে নেমে বেশ কিছু মারকুটে ইনিংস খেলা জিসান এদিনও দেখান নিজের সামর্থ্যরে ঝলক। সপ্তম বলে পুল করে মারা বাউন্ডারিতে তিনি রানের খাতা খোলেন। আমিরের ওই ওভারে মারেন আরও দুটি চার। তবে ইনিংস লম্বা করতে পারেননি। আইমালের বলে পুল করতে গিয়ে হাওয়ায় ভাসিয়ে ক্যাচ আউট হন জিসান। ১৯ বলে ৫ চারে করেন ২৪ রান। জিসানের আগেই ড্রেসিং রুমের পথ ধরেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে লিগ খেলে আসা আরিফুল। ১৩ বলে ১২ রান করে আসফান্দের বলে স্টাম্পড হন তিনি। এরপর শিহাবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন অধিনায়ক আহরার আমিন। তবে রানের চাকা সচল রাখার কাজটি ভালোভাবেই করেন শিহাব। জয়ের জন্য ২০ রান বাকি থাকতে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। ৫ চারে করেন ২৫ বলে ২৭ রান। পরে আর কোনো বিপদ ঘটতে দেননি মাহফুজুর রহমান ও পারভেজ। দল জিতিয়ে মাঠ ছাড়েন তারা। একই মাঠে শনিবার সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৪১.৪ ওভারে ১৫৪ (আজান ২, শাহজাইব ৩, তৈয়ব ১৭, শামিল ১৭, সাদ ৩৫, হামজা ২, আরাফাত ২৮, আসফান্দ ২৭*, সাজ্জাদ ২, আইমাল ২; রোহানাত ৮-৪-২০-৩, ইকবাল ৮.৪-২-৩৭-৩, পারভেজ ৭-২-৩০-২, আরিফুল ২-০-৯-০, জিসান ৯-৩-২৩-১, ওয়াসি ৬-০-২৭-১, মাহফুজুর ১-০-২-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৬ ওভারে ১৫৫/৬ (আদিল ৩৬, মাজহারুল ২১, জিসান ২৪, আরিফুল ১২, আহরার ৭, শিহাব ২৭, মাহফুজুর ৮*, পারভেজ ১৩*; আইমাল ৭-১-৩৬-২, আমির ৬-০-৪৬-১, সাজ্জাদ ৪-০-২৬-০, আসফান্দ ৫-০-২৭-১, আরাফাত ৪-১-১৬-১)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রোহানাত দৌল্লাহ
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২-১ ব্যবধানে এগিয়ে