সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা আহছানিয়া মিশনের ক্ষমতা কুক্ষিগতকারী বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ দুর্নীতিবাজদের বিচারের দাবীংেত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট আশাশুনি উপজেলা জামায়াতের কমিটি গঠন আশাশুনি সমাজ কল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ নূরনগর আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন আশাশুনি টঙ্গী ইজতেমায় হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা উলামা পরিষদের মানব বন্ধন সাতক্ষীরায় কৃষি ঋণ কমিটির সভা নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ ছাত্রীর বড়ীতে \ উচ্ছ্বাসিত শিক্ষার্থী পরিবার বটিয়াঘাটায় ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিউজিল্যান্ডের ধাক্কা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

এফএনএস স্পোর্টস: ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দেখায় পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারতে হয়েছিলো স্বাগতিক নিউজিল্যান্ডকে। দ্বিতীয় দেখায় যেন সেই হারের প্রতিশোধ নিয়ে নিলো কিউইরা। সিরিজে নিজেদের মধ্যকার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ¯্রফে উড়িয়ে দিয়ে ৯ উইকেটের জয় পেয়েছে কেন উইলিয়ামসনের দল। নিউজিল্যান্ডের এই জয়ে শঙ্কায় পড়ে গেলো বাংলাদেশের ফাইনালে ওঠার আশাও। এখন পর্যন্ত তিন ম্যাচে নিউজিল্যান্ড আর পাকিস্তান দুই দলেরই অর্জন সমান ৪ পয়েন্ট করে। রানরেটে এগিয়ে কিউইরা আছে এক নম্বরে, পাকিস্তান দ্বিতীয় স্থানে। বাংলাদেশ জয় পায়নি নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতেও। টাইগারদের ফাইনালে উঠতে হলে শেষ দুই ম্যাচে দুই প্রতিপক্ষকেই হারাতে হবে। শুধু হারালেই হবে না, রানরেটও বাড়াতে হবে অনেক বেশি। আর যেকোনো একটি ম্যাচে হেরে গেলেও বাদ ফাইনালে ওঠার স্বপ্ন শেষ সেখানেই। ক্রাইস্টচার্চে গতকাল মঙ্গলবার ১৩১ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে গেছে নিউজিল্যান্ড। ১১৭ রানের উদ্বোধনী জুটিতেই জয় নিশ্চিত করে ফেলেন ফিন অ্যালেন আর ডেভন কনওয়ে। টস জিতে ব্যাটিং নিয়ে ভালো করতে পারেনি পাকিস্তান। ফর্মে থাকা রিজওয়ান ফিরে যান ১৭ বলে ১৬ রান করেই। দ্বিতীয় উইকেটে বাবর আজম আর শান মাসুদ মিলে দলকে এগিয়ে নিতে থাকলেও হঠাৎই ধাক্কা খায় পাকিস্তান। ১ উইকেটে ৫৪ রান থেকে ৭৭ রান তুলতেই পাকিস্তান হারিয়ে বসে আরও ৪ উইকেট। ৬ষ্ঠ উইকেটের জুটিতে ৩৫ বলে ৫১ রান তুলে দলের রানকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান আসিফ আলি আর ইফতিখার আহমেদ। ২৭ বলে ২৭ রান করেন ইফতিখার আর আসিফ করেন ২০ বলে ২৫ রান। নির্ধারিত ২০ ওভারে শেষে ৯ উইকেটে ১৩০ রান তুলতে সক্ষম হয় বাবর আজমের দল। নিউজিল্যান্ডের টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার নেন দুটি করে উইকেট। ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই জয় নিশ্চিত করে ফেলে নিউজিল্যান্ড। ৪২ বলে ঝড়ো ৬২ রান করা ফিন অ্যালেন যখন শাদাব খানের বলে স্ট্যাম্পিং হয়ে মাঠ ছাড়েন কিউইদের জয়ের জন্য তখন দরকার মাত্র ১৪ রান। তিনে নামা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ৯ বল ৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। আর ওপেনিংয়ে নামা কনওয়ে অপরাজিত থাকেন ৪৬ বলে ৪৯ রান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com