এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে একটি যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় ছয়জন নিহত হয়েছে। গত রোববার মিয়ানা চাক ডিঙ্গা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেনÑজাহিদ নাজিম (৩০), মুাবাশির (২৬), জুনাইর (৩০), জাভেদ ইকবাল (৩৩) ও রুখসার (৩৫)। অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো হাসপাতালে নিয়ে যায়। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ বিষয়ে প্রতিবেদন চেয়ে আঞ্চলিক পুলিশ কর্মকর্তাকে (আরপিও) নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তারেরও নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে ব্যক্তিগত শত্রুতা ও উপজাতিগত সহিংসতার কারণে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক জনগণকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের হামলার ঘটনা ঘটছে। এর আগে, গত জানুয়ারিতে করাচির তারিক রোডের কহকশান ভবনে গুলিতে নিহত হয়েছিলেন পৌর সংস্থার এক কর্মচারী। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সূত্র: জিও নিউজ