এফএনএস বিদেশ : পাকিস্তানের বেলুচিস্তানের কালাত জেলায় দেশটির আধাসামরিক বাহিনীর কনভয় লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এক নারী। এতে অন্তত একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে আরও চারজন। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা বিলাল সাব্বির বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, কালাত জেলায় একজন নারী আত্মঘাতী হামলাকারী ফ্রন্টিয়ার কপ্সের্র (এফসি) কনভয় লক্ষ্য করে হামলা চালায়। এতে এফসি’র একজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় পুলিশ কর্মকর্তা হাবিব বাবাই বার্তাসংস্থা এএফপি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে নিহত সেনা আতাউল্লাহর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এ ছাড়া তার পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন মহসিন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। সা¤প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর এসব হামলা হচ্ছে। পাকিস্তান ইন্সটিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) জানিয়েছে, ২০২৫ সালে জানুয়ারিতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত মাসের চেয়ে জানুয়ারি মাসে ৪২ শতাংশ বেড়েছে বলে পিআইসিএসএস উল্লেখ করেছে।