এফএনএস বিদেশ : পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে গতকাল বুধবার পুলিশের একটি টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজ, ডন প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সকালে প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পুলিশের ওপর গুলিবর্ষণ চালায়। হামলায় নিহতদের মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক ও টহল গাড়িটির চালকও রয়েছেন। খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান এক বিবৃতিতে এ ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছেন। সেইসঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর ‘সমবেদনা’ প্রকাশ করে বলেছেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসীরা পাকিস্তানের শত্র“ এবং দেশকে রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখওয়ায় ফের সহিংসতা বাড়তে শুরু করেছে। শান্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্থানীয় বাসিন্দারা প্রদেশটিতে একের পর এক বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।