বিশেষ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ শহিদুল আলম ১৬ আগস্ট শুক্রবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর-এ কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর পাক রওজা শরীফ জিয়ারত করেন। এসময় দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সম্পাদক মহিউদ্দীন সিদ্দীকি, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নলতা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান, বিএনপি নেতা এস.এম বাবু, রবিউল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন জানিয়েছেন।