পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটায় নকল ভেজালের কাছে জিম্নি হয়ে পড়েছে এলাকার মানুষ। নকলের ভিড়ে আসল চেনার দায় হয়ে পড়েছে। অপরিপক্ক ফল পাকাচেছ, মাছ সংরক্ষণে কেমিক্যাল ব্যবহার করা হচেছ। এছাড়া মসলায় রং, মুড়িতে ইউরিয়া, গরুর দুধে পাউডার ও পানি মিশ্রন, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারি খাবার তৈরী অবাধে হচেছ। হোটেলে খাবারে বাসি পচা ও পোড়া তেল ব্যবহার সহ প্রতিনিয়ত ভেজাল মেশানো হয়। সয়াবিন ও ডালডা দিয়ে তৈরী হচ্ছে নকল ঘি। অভিযান, গ্রেফতার করেও থামছে না ভেজালের দৌরাত্ম্য।