পাটকেলঘাটা প্রতিনিধি \ আগামী ২৭ জানুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলার কর্মী সম্মেলনে সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আগমন উপলক্ষে মাঠ ও মঞ্চ প্রস্তুতির আয়োজন চলছে। রবিবার সন্ধায় পাটকেলঘাটা বলফিল্ড মাঠ পরিদর্শনে আসেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহা: ইজ্জত উল্লাহ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিজুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক ইদ্রীস আলীসহ জামায়াত শিবিরের স্থানীয় দায়িত্বশীলবৃন্দ। মাঠ পরিদর্শন শেষে সম্মেলনের সফলতা কামনা করে উপস্থিত মিডিয়াকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জানেন যে, আগামী ২৭ জানুয়ারী সোমবার পাটকেলঘাটা বলফিল্ড মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগীতা কামনা করছি। তিনি বলেন, আমাদের প্রতিপাদ্য ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার কর্মী সম্মেলন, গণতন্ত্রকামী মানুষের অধিকার প্রতিষ্ঠার কর্মী সম্মেলন, আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার কর্মী সম্মেলন, বৈষম্যবিরোধী কর্মী সম্মেলন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার প্রতিচ্ছবির কর্মী সম্মেলন।