পাটকেলঘাটা প্রতিনিধি \ ২০০৪ সালের ২১ আগষ্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। সে সময় আদালত বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরজ্জামান বাবর সহ আসামীদের মৃত্যু দন্ড প্রদান করেন। দীর্ঘ ২০ বছর পর হাইকোর্টের একটি বেঞ্চ তারেক রহমান সহ সকল আসামীদের বেকসুর খালাস প্রদান করেন। এ ঘটনায় গতকাল বিকাল ৪টায় পাটকেলঘাটা থানার ৫টি ইউনিয়নের উদ্যোগে বিএনপির পক্ষ থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিল টি পাটকেলঘাটা হাইস্কুল থেকে শুরু করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিল টি পাটকেলঘাটা পাঁচরাস্তা মোড়ে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যাক্ষ শফিকুল ইসলাম, কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী, সরুলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, বিএনপি উপজেলা সহ সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলি হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, তালা উপজেলা তাঁতী দলের সভাপতি মো: মোস্তফা মোড়ল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।