পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের কাজ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, তরুণ রাজনীতিবিদ তালা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ইঞ্জিনিয়ার আবির হোসেন রনি। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুশান্ত কুমার মন্ডল সহ ম্যানেজিং কমিটির সদস্য রনজিৎ সরকার, হযরত আলী মোড়ল সুশান্ত কুমার কানু, ঝরনা সরকার বিদ্যুৎসাহি সদস্য আনোয়ার সরদার ও ইউপি সদস্য তপন কুমার বাছাড় ও বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ। এ সময়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাহেব বলেন কিছুদিন আগে বিদ্যালয়টির মাঠে মাটি ভারাটের কাজ সম্পন্ন হয়েছে। বিদ্যালয়টিতে ভবনের ঘাটতি রয়েছে। একটি ভবন খ্বুই দরকার। ছাত্রছাত্রীরা ঝুকির মধ্যে ক্লাস করছে। ইতিমধ্যেই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা গন ঝুকিপূর্ন ভবন পরিদর্শন করে গিয়েছেন। উন্নয়নের অনেক কাজ এখন বাকি আছে। ধীরে ধীরে স্কুলের সম্পূর্ণ কাজ করার চেষ্টা করছি।