পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটার তালা উপজেলার মির্জাপুর এলাকা থেকে একটি প্রাইভেটের ভিতরে হাত ও পা বাধা অবস্থায় জীবিত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৮ টার দিকে প্রাইভেট কারের গ্লাস ভেঙ্গে ওই যুবককে এলাকাবাসির সহতায় উদ্ধার করা হয়। যুবকটির পরনে ছিলো কালো রঙের একটি জামা এবং প্যান্ট। অচেতন অবস্থায় পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাটকেলঘাটা থানার বলফিল্ড মোড়ে অবস্থিত পপুলার ক্লিনিকে ভর্তি করে। পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ঐ যুবকের নাম শাহিন (৪২), সে খুলনা চৈতিয়া আবাসিক এলাকার বাসিন্দা। কে বা কারা তাকে হাত পা বাঁধা অবস্থায় প্রাইভেটকারটি লকবদ্ধ অবস্থায় মির্জাপুর এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকাবাসী পাটকেলঘাটা থানা পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঐ যুবককে উদ্ধার করা হয়। প্রাইভেটি সাতক্ষীরা পলাশ পোল এলাকার সঞ্জয় নাম করে এক ব্যক্তির। প্রাইভেট কারটির নং: ঢাকা-মেট্রো-গ-৩৭৭৭৮৫। শাহিন ঐ প্রাইভেটকারের চালক। তার জ্ঞান ফিরলে ঘটনার মূল রহস্য উৎঘটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।