পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটায় জায়গা জমি সংক্রান্ত জের ধরে জীবন নাশের হুমকি, থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ। সূত্রে প্রকাশ, গতকাল পাটকেলঘাটা থানার জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে জীবন নাশের হুমকি দেওয়া ও সবার সামনে বেড়া ভাঙ্গার জন্য থানায় অভিযোগ করেছে শেখ মাসুদ হাসান মনি। সাংবাদিক শেখ মাসুদ হাসান অভিযোগ কারীদের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর দরখাস্ত করলে পুলিশ সুপার তালা সার্কেলেকে স্মারক নং: অপঃ/পিটিঃ/১৪০৭, ০৭/১০/২০২৩ তারিখে উপর দায়িত্ব অর্পন করেন। অভিযুক্ত কারী মো: মোশলেকুজ্জামান ইমন (৪০), পিতা: মো: মফিদুল ইসলাম, সাং: জুজখোলা, রিপন ঘোষ (৪০), পিতা: দিলিপ ঘোষ, সাং: রাজেন্দ্রপুর, মো: মিজানুর রহমান (৩৫), পিতা: মো: আবুল হোসেন, সাং: আমতলারডাঙ্গা, শেখ জাকির হোসেন (৫০), পিতা: শেখ সিরাজ, সাং: রাজেন্দ্রপুর, মো: মফিদুল ইসলাম (৬০), পিতা: মৃত সামছুদ্দীন, সাং: জুজখোলা। পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর মৌজার জে.এল নং: ৪০, এস.এ খতিয়ান নং: ২৮১, ২৯৭/২৯৮ দাগের ১৩.৫০ শতক জমি নিয়ে দুই পক্ষের এই উত্তেজিত ঘটনা ঘটছে। এর পরিপ্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার তালা সার্কেল আইন শৃঙ্খলা রক্ষার জন্য দুই পক্ষকে ডাকলেও ১ নং বিবাদী মো: মোসলেকুজ্জামান ইমন কারোর কথা শুনতে রাজি নয়। শেখ মাসুদ হাসান মনিকে জীবন নাশের হুমকি ও অকথ্যভাষায় গালিগালাজ করতে করতে জমির সীমানার পিলার ও ঘেরে বেড়ার তার ভেঙ্গে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখিত। এলাকার লোকজন এগিয়ে আসলে বিবাদীগণ খুন, যখমের হুমকি দিয়ে ঘটনা স্থল ত্যাগ করেন। এমতাবস্থায় সাংবাদিক শেখ মাসুদ হাসান মনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে।