পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটায় গতকাল সন্ধ্যা ৭টার দিকে ট্রাকের ধাক্কায় এক ব্যাটারি ভ্যান চালক নিহত। সূত্রে প্রকাশ খুলনা থেকে সাতক্ষীরা গামী একটি ট্রাক বালিগাদা মোড়ে পৌছালে একই দিক মির্জাপুর থেকে একটি ব্যাটারি চালিত ভ্যান পাটকেলঘাটায় আসার পথে এ সড়ক দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ভ্যান চালক চোমরখালী গ্রামের আরশাদ গাজী (৫৩) নামের এক ব্যক্তি নিহত হন। ট্রাকটি আটকানো সম্ভব হয়নি। তাৎক্ষনিক ঘটনাস্থলে একটি প্রাইভেট সামনের একটি মটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী খাঁদে গিয়ে পড়ে। ঘটনাস্থলে পাটকেলঘাটা থানা পুলিশ পরিদর্শন করে।