স্টাফ রিপোর্টার ঃ পাটকেল ঘাটায় জেলা ডিবি পুলিমের অভিযানে ভারতীয় ৪০ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী খুলনা জেলার খালিশপুর মধ্য মুঞ্জগুন্নি গ্রামের মো: সেকেন্দার আলীর পুত্র মো: মিলন শেখ (৩২)। ডিবি সূত্রে জানাগেছে, পাটকেলঘাটা মির্জাপুর বাজরাস্থ সাতক্ষীরা খুলনা মহাসড়কের সরদার টি স্টোরের সামনে মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় বিক্রয় জন্য অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ৩টায় ৪৫ মিনিটে জানতে পেরে ডিবি পুলিশের একটি টিম ঐ এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল সহ আসামী মিলনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এই তথ্য নিশ্চিত করে বলেন, জেলার আইন শৃঙ্খলারক্ষা আশু উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।