পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটায় গত মঙ্গলবার দুধে জেনথন পাম্প (জেলি) মেশানোর দায়ে এক দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৫ ধারা অনুযায়ী তালার জেয়ালা নলতার কালিপদ ঘোষের ছেলে প্রশান্ত ঘোষকে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল কুদ্দুস। এ সময় আরও উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তালা এর স্যানেটারি ইনসপেক্টার শরিফ মোঃ আব্দুল মতিন। তার কাছ থেকে জেনথন (জেলি) ভেজাল দুধ ২৪ ক্যান উদ্ধার করে ভেজাল দুধ নষ্ট ও জেনথন গুলি আগুনে পুড়িয়ে ফেলা হয়।