বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

পাটকেলঘাটায় পিতৃ পরিচয়ে স্বীকৃতি পেতে দ্বারে দ্বারে ঘুরছে মা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২

পাটকেলঘাটা প্রতিনিধি ঃ পাটকেলঘাটা এলাকায় সন্তানের পিতৃ পরিচয় পেতে এখন দ্বারে দ্বারে ঘুরছেন দিনমজুর পিতার কন্যা স্বপ্না খাতুন। তার মেয়ে শিয়ালডাঙ্গা জে.সি.এস মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মাসুমা আক্তার মিম এর বয়স ১১ বছর। বাবার ¯েœহ ও ভালোবাসা থেকে বঞ্চিত সে। বাবার দাদার বাড়ির পরিচয়ে লেখাপাড়া শিখে মুখ উজ্জল করার স্বপ্ন মিমের। মিমের মা স্বপ্না খাতুন (৩০) জানান, আমি এলাকায় সূত্রে ২০০৯ সালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকার ভারসা গ্রামের মাহফিল উদ্দীন মোড়ল এর ছেলে একাধিক বিবাহের হোতা মাসুম রেজার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এক সময়ে সেটা শারিরীক সম্পর্কে গড়া আমি গর্ববতি হয়ে পড়লে মাসুম রেজার যুক্তি পরামর্শে অবৈধ গর্ভপাত ঘটায়। যার পরিপ্রেক্ষিতে মাসুম রেজার নামে একটি সরকার বাদী মামলা হয়। তখন সে আমাকে বিবাহ করতে না চাইলে আমি আইনের আশ্রয় নিই। মামলা থেকে বাঁচতে সে আমাকে ২ লক্ষ ১ টাকার কাবিন নামায় বিবাহ করে। এর পরে আমাদের ঘরে জন্ম নেয় মিম। কিন্তু জন্মের পর থেকে মাসুম ও তার পরিবার মিমকে আজ পর্যন্ত মেনে নেয়নি। মাসুমা আক্তার মিম জানায়, সে তার নানা রাজ্জাক বিশ্বাসের বাড়িতে থেকে লেখাপড়া করে। মায়ের অন্যত্র বিয়ে হয়েছে। আমি একা হয়ে গেছি। নানার অভাবের সংসার। আমার সকল খরচ জোগাতে তিনি অক্ষম। জন্ম থেকে বাবার আদর, ¯েœহ, ভালোবাসা কিছুই পাইনি। আমি আমার বাবার ঘরে যেতে চাই। দাদা-বাবার ভালবাসা চাই। আমি তো কোন দোষ করিনি। আমার কেন অবহেলা আর ঘৃণায় কাটাতে হবে। স্বপ্ন খাতুন তার মেয়ের পিতৃ পরিচয় ফিরে পেতে সচেতন মহল সহ বিভিন্ন সংগঠনের সহযোগিতা কামনা করেছেন। এ ঘটনায় মাসুম রেজার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com