পাটকেলঘাটা প্রতিনিধি \ সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটার বাইগুনি মোড়ে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হয়েছেন ২জন। আহত ব্যক্তিরা হলেন পাটকেলঘাটার বাইগুনি গ্রামের তৌহিদ শেখের পুত্র হাবিবুর রহমান (২৬) ও অপর ব্যক্তি মটরসাইকেল চালক নগরঘাটা গ্রামের বাসিন্দা বলে জানাগেছে। আহত মটরসাইকেল চালকের নাম পরিচয় পাওয়া যায়নি। গতকাল শনিবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে পাটকেলঘাটার কুমিরা বাসস্টান্ডে গতকাল মধ্যরাতে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে কুমিরা ফুটবল মাঠের প্রাচীর ভেঙ্গে ট্রাক পাল্টি খেয়ে ড্রাইভার ও হেলপার গুরুত্বর আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।