পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটায় পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, তৈলকুপি গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে শামিমুজ্জামান। তার লিখিত বক্তব্যে তিনি বলেন, একই এলাকার সোহারাব মোড়ল, সুজন মোড়ল ও রিপন মোড়ল গত ৩১ডিসেম্বর সকালে তাদের বাড়ির পাশে রাজেন্দ্রপুর মৌজার ২৬২ দাগের পৈত্রিক সম্পত্তিতে অনধিকার ভাবে প্রবেশ করে জমিতে চাষবাদ করতে থাকে। ওই সময় তিনি বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তার কাছে দুই লক্ষ টাকা দাবী করে। তিনি পুনঃরায় তাদের কাছে জমির বন্ধকী বা জমির কোন কাগজ পত্র চাইলে তারা না দেখিয়ে হুমকি দিয়ে তাকে বের করে দেয়। এরপর গত ৩জানুয়ারি সকালে সোহারাব মোড়ল, সুজন মোড়ল, রিপন মোড়ল কিছু সন্ত্রাসীরা জমিতে পুনঃরায় চাষ করতে যায়। ওই সময় তিনি সহ তার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদের মারপিট করতে থাকে। এরপর তার ডাক চিৎকারে স্থানীয় কৃষকলীগ নেতা শাহিদুজ্জামান পাইলট, আব্দুর রহমান নৌকার প্রতিকের লিফলেট বিতরন করা ফেলে তাদের রক্ষা করে। এমন অবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে শামিমুজ্জামান তার জমি ঝামেলা মুক্ত সহ বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।