খান হামিদুল ইসলাম, পাটকেলঘাটা থেকে ॥ পাটকেলঘাটায় অধিকাংশ কলার আড়ৎগুলোতে ফরমালিন ব্যবহার করে পাকানো হচ্ছে কলা। দীর্ঘদিন যাবৎ এ সকল অসাধু কলা ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় এ পন্থা ব্যবহার করলেও দেখার যেন কেউই নেই। রাসায়নিক পদার্থ কার্বাইট ব্যবহার করে আসলেও কলা ব্যবসায়ীদের নিকট যেন তা স্বভাবিক বিষয়ে পরিনত হয়ে গেছে। পাটকেলঘাটায় কলা চাষ একটি জনপ্রিয় ফসল হিসাবে পরিচিতি লাভ করে। স্বল্প ব্যয়ে অধিক লাভের আশায় এ অঞ্চলের চাষীরা কলা গাছ রোপন করে থাকেন। সরেজমিনে গতকাল পাটকেলঘাটা এবং তার এক কিলোমিটার দূরে কুমিরা বাসস্ট্যান্ডের পাশে কয়েকটি কলার আড়ৎতে রাসায়নিক পদর্থ ব্যবহার করে কলা পাকানোর দৃশ্য চোখে পড়ে। রাসায়নিক পদার্থ কার্বাইট ব্যবহারের ফলে দ্রুত এবং দৃষ্টিনন্দন রং পক্ত হওয়ার আশায় এ সকল অসাধু কলা ব্যবসায়ীরা বিভিন্ন পন্থা গ্রহণ করেন বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন বলেন, ব্যবসায়ীরা কলায় রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে আমাদের জীবনে কতটা ভয়াবহতা বিপর্যয় ঘটাচ্ছে তা আমরা সহজে আঁচ করতে পারিনা। যে কারণে নানা রোগের স্বীকার হয়ে আমরা অল্প বয়সে মৃত্যুর ঝুঁকিতে পড়ছি। অপরিপক্ক কলা রাসায়নিক পদার্থ ব্যবহার করে পাকিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় রপ্তানি করে থাকে। ফলে কলাগুলো দেখতে নান্দনিক হলেও খেতে গেলে ভিতরে শক্ত অনুভুত হয়। নানা রোগের প্রাদুভারের ফলে অল্প বয়সে অস্বাভাবিক মৃত্যুর দ্বারস্থ হন বলে স্থানীয় ডাক্তারগণ জানান। তাই সঠিক নিয়ম মেনে স্বাভাবিক প্রক্রিয়ায় কলা ব্যবসায়ীদের শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন পাটকেলঘাটাবাসি।