পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটায় দীর্ঘ দিন যাবত বণিক সমিতি না থাকায় দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছে ব্যবসায়ীরা। সূত্রে প্রকাশ ২০১১ সালে পাটকেলঘাটা জাকজমক পূর্ণভাবে ব্যাবসায়ীদের ভোটের মাধ্যমে সাতক্ষীরা জেলার কৃষকলীগের সভাপতি বাবু বিশ্বজিত সাধু সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুস সুলতান বাবলু নির্বাচিত হন। নির্বাচনের পরে বণিক সমিতির সভাপতির নেতৃত্বে সুন্দর ভাবে চলছিল পাটকেলঘাটা বাজারের নিয়মনীতি। দুশ্চিন্তা মুক্ত ছিল বাজারের ব্যবসায়ীরা রীতি মত ছিল নাইট গার্ড, ফুটপথে বসতে পারতো না ছোট ছোট ব্যবসায়ীরা, বাজারের ভিতরে যানযাট মুক্ত ছিল। পরবর্তীতে পদমর্যাদা বলে যানযাট কমানোর জন্য বাজারের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান নদীর পাশে কাঁচাবাজার সহ বিভিন্ন ধরনের দোকান বসানোর ব্যবস্থা করিয়া দেন। কিন্তু বর্তমানে পাটকেলঘাটা বাজারে নেই কোন নিয়মনীতি। পাটকেলঘাটায় দির্ঘদিন বণিক সমিতি না থাকায় ব্যবসায়ীরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছে । ব্যবসায়ীরা নিজেরা নিজেদের মতো নাইট গার্ড রাখছে। যে যার মতো ফুটপথ দখল করে দোকান দিচ্ছে। দখল হয়ে যাচ্ছে এল.জি.ই.ডি রাস্তা ।